
বর্ণ বৃত্তি (HSC 2026 )
(এইচ এস সি ২০২৬ বিজ্ঞান/মানবিক/ব্যাবসা পরীক্ষার্থীদের জন্য)
#বৃত্তি_পাবেঃ ১,১০০ জন
অফলাইন পরীক্ষার তারিখঃ ১৯ ই ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)।
পরীক্ষার সময়: SMS করে জানিয়ে দেওয়া হবে।
অফলাইন বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের লিংকি: https://testmoz.com/13780476
SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসঃ
নিচের ফরমেটে SMS পাঠিয়ে দিতে হবে 01322882400 নাম্বারে।
HSC Batch 2026? (Yes/No): <> Name: <> College Name: <> College District: <> Student Mobile Number: <> SSC Roll: <> SSC GPA: <> HSC Group (Science/Arts/Commerce): <> Family Occupation:
#ফলাফলঃ ৩ রা জানুয়ারি ২০২৬
https://www.bornoadmissioncare.com/
** আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে **
বৃত্তি পাবেঃ
ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি (ক, খ, গ, বিভাগ পরিবর্তন) ইউনিটের জন্য।
বৃত্তি প্রাপ্ত সবাইকে কোচিং করানো হবে: বর্ণ এডমিশন কেয়ার, ঢাকা তে।
বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলীঃ
* এইচএসসি/সমমান পরীক্ষার্থী ২০২৬ হতে হবে।
* এসএসসি/সমমান সর্বনিম্ন জিপিএঃ ৩.৫০ (বিজ্ঞান/মানবিক/ব্যবসা)
* বৃত্তি পরীক্ষায় MCQ থাকবে। কোন লিখিত থাকবে না।
* ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
* প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।
* সকল পরীক্ষার খাতা OMR মেশিন দ্বারা কাটা হবে। তাই OMR-এ কোন ভুল করলে সেটি কারেকশন করার কোন সুযোগ নেই।
** এইচ এস সি ২০২৫ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে না। তবে এইচ এস সি ২০২৫ ব্যাচের কেউ যদি ২০২৬ সালে ইম্প্রুভ দেয়, তাহলে সে বৃত্তি পরীক্ষার জন্যা আবেদন করতে পারবে।
** রেজিস্ট্রেশন করার পরে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোন রোল প্রদান করা হবে না।
ছাত্র/ছাত্রীর নিজ নিজ এস এস সি রোলটাই বৃত্তি পরীক্ষার রোল হিসেবে বিবেচিত হবে। এই এস এস সি রোল OMR- এ লিখতে হবে এবং গোল্লা পুরন করতে হবে।
#আবেদনের_শেষ_তারিখঃ ১০ই ডিসেম্বর ২০২৫।
#যারা_বৃত্তি_পাবে_না_কিন্তু_বৃত্তি পরীক্ষা দিবে, তারা প্রত্যেকে নিচের সুবিধা পাবেঃ
** প্রি এডমিশন কোচিং ফী ১০০% বৃত্তি পাবে (জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ এর মধ্যে এই কোর্সটি করানো হবে অনলাইনে)। তবে সার্ভার চার্জ বাবদ ৯৯৯ টাকা দিতে হবে।
#নির্বাচন_পদ্ধতি_সিলেবাস_ও_মানবন্টন
বর্ণ পরীক্ষা – ১০০ নাম্বার
পরীক্ষার হলে তথ্য জমা – ৫০ নাম্বার
------------------------
মোট নাম্বার ১৫০.
এই ১৫০ নাম্বারের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। তবে নিচের ৪ টি পয়েন্টে ছাত্র/ছাত্রীরা ১৫০ নাম্বারের বাইরে আরো কিছু বাড়তি নাম্বার যোগ করার সুযোগ আছে।
১। শারিরীক প্রতিবন্ধী হলে বাড়তি ১০ নাম্বার পাবে।
২। উপজাতীয় হলে বাড়তি ১০ নাম্বার পাবে।
৩। কলেজের অর্ধ-বার্ষিক অথবা বার্ষিক পরীক্ষায় মেধাস্থান টপ ১০% এর মধ্যে থাকলে বাড়তি ১০ নাম্বার পাবে। অর্থ্যাত, কলেজের নিজ ইউনিটে (বিজ্ঞান/মানবিক/ব্যাবসা) ছাত্র/ছাত্রী ১০০ জন হলে ১-১০ পজিশন, ২০০ জন হলে ১-২০, ৩০০ জন ছাত্র/ছাত্রী হলে ১-৩০ পজিশনের মধ্যে রেজাল্ট থাকলে বাড়তি ১০ নাম্বার পাবে।
৪। তুমি নিজে ১০ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন জমা দিলে এবং তারা বৃত্তি এক্সাম দিলে, তুমি তোমার এক্সামে বাড়তি ১০ নাম্বার পাবে। পুর্বে রেজিস্ট্রেশন করে নি, এরকম ১০ জনের তালিকা (রেজিস্ট্রেশন করতে যা যা লাগে, সে সকল তথ্য ০১৭০৬১০০৬৩৮ নাম্বারে হোয়াটসেপে পাঠাতে হবে।
* বিজ্ঞান_বিভাগ_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (পদার্থ ২৫, রসায়ন ২৫, জীব ২৫, গণিত ২৫, বাংলা-২৫, ইংরেজী-২৫)
** যাদের গণিত/জীববিজ্ঞান নেই, তারা বাংলা অথবা ইংরেজী হতে যে কোন ১ টি বিষয় উত্তর করবে।
** ৪র্থ বিষয় হিসেবে যাদের গণিত/জীববিজ্ঞান আছে, তারা তাদের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজী হতে যে কোন ১ টি বিষয় উত্তর করবে।
মোট MCQ - ১০০.
পরীক্ষার সময় - ৫৫ মিনিট
সিলেবাস - এইচ এস সি /সমমান ২০২৬ বোর্ডের সিলেবাস অনুসারে হবে। পাঠ্যবই এর ১ম ও ২য় - উভয় পত্র হতে প্রশ্ন করা হবে।
*
মানবিক_বিভাগ_এবং_বিভাগ_পরিবর্তন_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (বাংলা ২৫, ইংরেজী ২৫, সাধারণজ্ঞান ৫০)
মোট MCQ – ১০০
পরীক্ষার সময় – ৫৫ মিনিট
সিলেবাস - HSC/সমমান ২০২৬ বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা ১ম, ২য় এবং ইংরেজী ১ম, ২য় পত্র থেকে প্রশ্ন আসবে।
সাধারন জ্ঞানের কোন সিলেবাস নেই। যেকোন জায়গা থেকেই প্রশ্ন করতে পারে। সাম্প্রতিক থেকে অবশ্যই প্রশ্ন থাকবে।
* ব্যবসায়_শিক্ষা বিভাগ_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (বাংলা ২৫, ইংরেজি ২৫, হিসাববিজ্ঞান ২৫, ব্যবস্থাপনা ২৫)
মোট MCQ – ১০০
পরীক্ষার সময় – ৫৫ ঘন্টা
সিলেবাস - HSC/সমমান ২০২৬ এর বোর্ড সিলেবাস অনুসারে। উল্লেখ্য, ফিন্যান্স এবং মার্কেটিং থেকে কোন প্রশ্ন করা হবে না।
#পরীক্ষার_হলে_ডকুমেন্টস_জমা_৫০_নাম্বার
(কোন কাগজ কোন শিক্ষক দ্বারা সত্যায়িত করার কোন প্রয়োজন নেই।)
বিজ্ঞান/মানবিক/ব্যাবসা বিভাগের সকল ছাত্র/ছাত্রীরা পরীক্ষার হলে নিচের ডকুমেন্টস জমা দিবে। এই ডকুমেন্টসের উপর ৫০ নাম্বারের মার্কিং করা হবে।
** ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
** SSC মার্কশীট অথবা ইন্টারনেট হতে প্রাপ্ত মার্কশীটের ফটোকপি।
** একটি কাগজে নিজ নিজ কলেজের/বিদ্যালয়ের পছন্দের যে কোন ১ জন শিক্ষকের নাম, কোন বিষয়ের শিক্ষক, মোবাইল নাম্বার লিখে আনতে হবে পরীক্ষার হলে আলাদা ভাবে।
** যদি আবেদন কারী নিজ কলেজের ১ম বর্ষ /২য় বর্ষের অর্ধবার্ষিক/বার্ষিক পরীক্ষায় ১ হতে ১০ এর মধ্যে মেধাস্থান পায়, অথবা খুব ভাল কোন পজিশন/GPA পেয়ে থাকে, তাহলে কলেজের কোন প্রমান পত্র দিতে হবে
অথবা ছাত্র/ছাত্রী নিজ হাতে একটি A4 সাইজের কাগজে পরীক্ষার রেজাল্ট লিখিত আকারে নিয়ে আসবে। এই পেপার জমা দিলে নিঃসন্দেহে বাড়তি মুল্যায়ন পাবে বৃত্তির জন্য।
** কমের পক্ষে ৪ (চার) পেইজের একটি আবেদন পত্র বাসা হতে নিজ হাতে লিখে এনে পরীক্ষার হলে জমা দিতে দিবে। আবেদন পত্র যত বিস্তারিত হবে, ততো ভাল বুঝা যাবে ছাত্র/ছাত্রীর ব্যাপারে।
৪ পেইজের আবেদনপত্রে যে সব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমান,
পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উতসের বর্ণনা,
পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসেব,
পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা,
নিজের সফলতা-দুঃক্ষ-কষ্ট-ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।
ছাত্র/ছাত্রীরা তাদের নিজ হাতে লেখা আবেদন পত্রে আর্থিক অবস্থা বুঝাতে ব্যার্থ হলে বৃত্তি পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজের এক পাশে নিচের ফরমেটেঃ
বরাবর,
মুহাম্মদ সাইফুর রহমান
পরিচালক,
বর্ণ এডমিশন কেয়ার
ঢাকা।
বিষয়ঃ এইচ এস সি/সমমান ২০২৬ এর "সবার জন্য শিক্ষা" বৃত্তির আবেদন।
উল্লেখ্য, একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুজে পাওয়া গেলেও, উভয় প্রার্থীকে বাতিল ঘোষনা করা হবে।
চ্যানেল২৪ -এ বৃত্তির ব্যাপারে প্রকাশিত টিভি নিউজের লিংক নিচে দেওয়া হল : https://youtu.be/4AKT4Vir-20
বর্ণে পড়াশুনা কিরকম হয় এবং কিভাবে হয় -- সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও লিংক: https://youtu.be/wfSjxzo_vqo?si=8K8TD6TZmjzVWnC8
বর্ণ সম্মন্ধে ভাল জানতে ভিজিট করতে হবেঃ
১। বর্ণ ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/borno.edu
২। বর্ণ ফেইসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/bornohelpline
জরুরীঃ
১। বর্ণ কৃতপক্ষের যে কোন সময় নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২। পারিবারিক তথ্য, আয়-ব্যায়ের বিবরণীতে সত্য গোপন করলে কিংবা অসামঞ্জস্য কোন তথ্য দিলে, সাথে সাথে বৃত্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩। পরীক্ষায় ১০০ তে ৮০ পেলেই যেমন বৃত্তির নিশ্চয়তা বহন করে না। তেমনি ১০০ তে ৩০ পেলেও বৃত্তির সম্ভাবনা ঠিকই থাকে। ছাত্র/ছাত্রীদের ৫০ নাম্বারের জন্য জমাকৃত তথ্যের উপর অনেক কিছু নির্ভর করছে।
৪। যাদের পারিবারিক পেশা "কৃষি", তাদের আর্থিক অবস্থা অবশ্যই পুর্ণ ব্যাখ্যা করে লিখতে হবে নিজের হাতে লেখা আবেদনপত্রে। নিজস্ব জমির পরিমান, কি কি চাষ করা হয়, বর্গা নেওয়া জমির পরিমান, বাতসরিক আয়, অন্য কোন পেশা থেকে আয় হয় কিনা – সকল তথ্য বিস্তারিত ভাবে ১০০% উল্লেখ করতে হবে।
৫। পরীক্ষায় ভাল করার জন্য ঢাবি প্রশ্ন ব্যাংক বইটি দেখতে পারো।
৬। বৃত্তি পরীক্ষার পুর্বেই কেউ যদি বর্ণে ভর্তি হয়ে যায়, তাহলেও ফাউন্ডেশন এর বৃত্তির জন্য নির্বাচিত হতে কোন বাধা নেই। ফাউন্ডেশন বৃত্তির জন্য নির্বাচিত হয়ে বর্ণে ক্লাস শুরু করলে, তার ভর্তির টাকা বর্ণ হতে নিয়মমত ফেরত দেওয়া হবে।
৭। প্রয়োজনে অফলাইন পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করা যাবে। পরীক্ষার ৭ দিন আগে যখন এক্সাম সেন্টারের মেসেজ যাবে। তখন এক্সাম সেন্টার চেঞ্জ করতে চাইলে হেল্প লাইনে কল করে জানাতে হবে।
৮। এস এম এস –এ রেজিস্ট্রেশন করলে কোন রিপ্লাই মেসেজ যাবে না। তবে অনলাইনে রেজিস্ট্রেশন সাবমিট করা মাত্রই অনলাইনে রিপ্লাই দেখাবে যে "আপনার আবেদন পত্রটি সঠিক ভাবে জমা হয়েছে"।
৯। ঘুড্ডি ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যত দিন বিশ্ববিদ্যালয়/ মেডিকেল প্রস্তুতি কোচিং চলবে, ততো দিন সে অন্য ফাউন্ডেশন এর কোনো বৃত্তি নিতে পারবে না।
১০। বৃত্তি ১,১০০ জনকে দেওয়া হবে। তবে বৃত্তির জন্য প্রাথমিক ভাবে সিলেক্ট করা হবে আনুমানিক ২,২০০ জনকে। নির্দিষ্ট দিনে ২,২০০ জন হতে যেই ১৪০০ জন তাদের আসন সবার আগে কনফার্ম করবে, তারাই বৃত্তির জন্য ফাইনালি মনোনীত হবে।
১১। এইচ এস সি ২০২৫ ব্যাচের বৃত্তি পরীক্ষা ৬৪ জেলাতেই অফলাইনে হয়েছিল। এইচ এস সি ২০২৬ ব্যাচের বৃত্তি পরীক্ষাও ইনশাল্লাহ ৬৪ জেলাতে অফ লাইনে হবে।
তবে কোন প্রাকৃতিক দূর্যোগ / রাজনৈতিক সমস্যা / গভ এর বিশেষ কোন নির্দেশনার কারণে কোন নির্দিষ্ট জেলায় যদি অফ লাইন এক্সাম নেওয়া না যায়, তাহলে তাদের অনলাইনে এক্সাম হবে এবং মৌখিক ভাইবার মাধ্যমে বৃত্তির জন্য বিবেচনা করা হবে।
যেমনঃ এইচ এস সি ২০২৩ ব্যাচের বৃত্তি পরীক্ষা কয়েকটি জেলায় অনলাইনে হয়েছিল বন্যার কারনে।
যোগাযোগঃ
বি/১৪, ব্লক - ই,
জাকির হোসেন রোড,
মোহাম্মদপুর,
ঢাকা – ১২০৭।
০১৭০৬ ১০০ ৬৩৮,
০১৭০৬ ১০০ ৬৩৯
(সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা)